গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন-এর জীবনালেখ্য
ব্যক্তিজীবন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, ০১ জানুয়ারি ১৯৫৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা জনাব এ এফ এম আবদুল মোতালেব এবং মাতা জাহানারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার সহধর্মিনী একজন চিকিৎসক।
শিক্ষাজীবন:
ড. মোহাম্মদ আবদুল মোমেন ঢাকা, ওয়েলস ও লন্ডনে পড়াশোনা করেন। শুরুতে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। পরবর্তীতে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন: