ভোটকেন্দ্রের আশেপাশের এলাকায় ভোটগ্রহণের পূর্বে ০৩ (তিন) দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের ০৩ (তিন) দিন অর্থাৎ মোট ০৭ (সাত) দিন পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ কর্তৃক আগ্নেয়াস্ত্র চলাচল/বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা সংক্রান্ত। (স্মারক:৫৮০ তারিখ:১৬.১০.২০২২ খ্রি.)