Wellcome to National Portal
জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০২৪

মোঃ জাহাংগীর আলম

ব্যক্তিজীবন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব জনাব জাহাংগীর আলম, ১৯৬৯ সালের ১৫ মে পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম: জনাব  মোঃ দেলোয়ার হোসেন ভূঞাঁ এবং মাতার নাম: বেগম আম্বিয়া খাতুন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। তাঁর সহধর্মিনী বেগম কানিজ ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞানে স্নাতক, সম্মান ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তাঁদের এক কন্যা ও পুত্র বিশ্ববিদ্যালয়ে এবং আরেক পুত্র বিদ্যালয়ে অধ্যয়নরত।

 

শিক্ষাজীবন:

জনাব মোঃ জাহাংগীর আলম সমবায় মাধ্যমিক বিদ্যালয়, চরখালী, পটুয়াখালী থেকে ১৯৮৪ সালে মাধ্যমিক পরীক্ষা এবং ঢাকা সিটি কলেজ, ঢাকা থেকে ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সেন্টার ফর মার্কেটিং এ্যান্ড ম্যানেজমেন্ট (CMM) হতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট (PGDPM) ডিগ্রী অর্জন করেন। আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয় হতে নেগোসিয়েশন স্কিল এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি হতে Cyber Resilience বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তাছাড়া তিনি ভারতের লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমী অব এডমিনিস্ট্রেশন হতে ডেভেলপমেন্ট এডমিনিস্ট্রেশন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

 

 

কর্মজীবন:

  • তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের একজন সদস্য।

 

  • ১৯৯৪ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে মাঠ প্রশাসনের সকল স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এর দায়িত্ব পালনপূর্বক বর্তমানে তিনি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিবের দায়িত্ব পালন করছেন।

 

  • তাঁর রয়েছে সরকারের বিভিন্ন পদে বিস্তৃত কাজের অভিজ্ঞতা। চাকুরী জীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বগুড়া জেলার আদমদিঘী, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, নারায়ণগঞ্জ জেলার বন্দর, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন । উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি), ভোলা জেলার ভোলা সদর ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপসচিব হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক হিসেবে বাগেরহাট এবং কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব হিসেবে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অতিরিক্ত সচিব হিসেবে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

 

  • সরকারি দায়িত্ব পালনকালে তিনি শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি), বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলাপ্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাগেরহাট ও কুমিল্লা জেলার জেলা প্রশাসক থাকাকালীন জেলা স্কাউটস এর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ স্কাউটস এর সার্বিক মান উন্নয়নে নিরলসভাবে কাজ করেন। তিনি বাংলাদেশ স্কাউটস এর “ন্যাশনাল এ্যাওয়ার্ড” প্রাপ্ত।

 

  • দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সার্কভুক্ত দেশসমূহ, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স , ইটালি, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রিয়া, তুরস্ক ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এছাড়া সৌদি আরবে ৬ বছর মৌসুমী হজ্জ্ব অফিসার হিসেবে দায়িত্ব পালনসহ এ পর্যন্ত ৬ বার পবিত্র হজ্জ্বব্রত পালন করেছেন।

 

  • যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২৬ জানুয়ারি ২০২৩ তারিখে তাঁকে বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের সভাপতি নিয়োগ করা হলে তিনি সভাপতি হিসেবে বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের দায়িত্ব পালন করছেন।

 

  • এছাড়াও তিনি বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভ-সভাপতির দায়িত্ব পালন করছেন।